ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজগঞ্জে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণ ও সদাকায়ে জারিয়াহ হিসেবে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার সকালে এসএসসি ৮৪ ব্যাচের উদ্যোগে শহরের চায়না বাঁধ-৩ এলাকায় এ বৃক্ষরোপণ করা হয়। এ সময় বাঁধের বিভিন্ন এলাকায় ৬ শতাধিক তালগাছের চারা রোপণ করা হয়। চারা রোপণ শেষে ছাত্র আন্দোলনে নিহতের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ ও ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ রিচার্স ইন্সটিটিউট।

এ সময় ৮৪ ইভেন্ট গ্রুপের জাকী মাহমুদ, শাহাদত হোসেন খান, শারমিন স্নিগ্ধা, মো. মুত্তাকিন, ঈশ্বরদী ইক্ষু ইন্সটিটিউটের সায়েন্টিফিকেট অফিসার মাহবুবুর রহমান, গবেষণা পরিচালক কুয়াশা আহমেদ, স্ট্যালিন ফরিদ, সিরাজগঞ্জ ৮৪ ব্যাচের মোস্তফা নোমান আলাল, হাফিজুর রহমান বাবু, পানি উন্নয়ন বোর্ডের আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন, মাহবুবুর রহমান ও নুরুল হকসহ ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর