ঢাকা, মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

মৌলভীবাজারে কমছে নদীর পানি, বন্যার পানি বাড়ছে হাওরে
মৌলভীবাজার প্রতিনিধি

ভারতের উজানে বৃষ্টিপাত না থাকায় মৌলভীবাজারের সবকটি নদীর পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে মৌলভীবাজার জেলায় উপরি অংশের বন্যার পানি কমে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাওর পাড়ের গ্রামগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ মেয়াদি বন্যা।

জেলায় মনু ও ধলাই নদীর বেশ কয়েকটি ভাঙনের কারণে জেলা ব্যাপী বন্যা দেখা দেয়। বন্যার পানি ক্রমান্বয়ে প্রবাহিত হয়ে জেলার হাকালুকি ও কাউয়াদিঘি হাওরে পড়ছে। এতে হাওরে পানি বৃদ্ধি পেয়ে হাওর পাড়ের গ্রমগুলোতে দীর্ঘ মেয়াদি বন্যা দেখা দিয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন হাওর পাড়ের দিনমজুর ও প্রান্তিক কৃষকরা।   সরেজমিনে, রাজনগর উপজেলার হাওর কাউয়াদিঘির পাড়ের বেশ কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায় হাওরের পানি বৃদ্ধি পেয়ে গ্রামে প্রবেশ করে ঘর বাড়ি ও রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়েছে। 

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, সাত উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর