ঢাকা, মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

নড়াইলে সাবেক এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা
নড়াইল প্রতিনিধি
প্রতীকী ছবি

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান ওরফে ওসি খানসহ ৯৮ জনের নামে জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলার খাশিয়াল গ্রামের বিশ্বাস নওশের আলী বাদী হয়ে সোমবার রাতে নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট সন্ধ্যার সময় এজাহারভূক্ত ৯৮ জন আসামি অস্ত্র-শস্ত্র নিয়ে জোটবদ্ধ হয়ে চাপাইল-কালিয়া পাকা রাস্তার উপর মুলশ্রী ও বাগুডাঙ্গা এলাকায় বেআইনি সমাবেশ করে বিএনপি নেতা-কর্মীসহ জনমনে ভয় ও ত্রাস সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করে। এ সময় আসামিরা গুলি ছুড়ে ও  বোমার বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতির সৃষ্টি করে এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও শান্তিপ্রিয় লোকজনকে খুনজখমের হুমকি দেয়। 

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর