ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

পরিচয় মিলেছে বাসচাপায় নিহত অটোভ্যানচালক ও যাত্রীর
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় ব্যাটারীচালিত অটোভ্যান চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়া এলাকার মানিক মিয়ার ছেলে অটোভ্যানচালক রুবেল হোসেন (৪০) এবং সদর উপজেলার তুলশীঘাট এলাকার তাহের মিয়ার ছেলে অটোভ্যানের যাত্রী রেজাউল করিম (৩৫)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী একটি বাস চট্রগ্রাম থেকে গাইবান্ধায় যাচ্ছিল। পথে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের মাঝিপড়া এলাকায় বেপরোয়াগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ব্যাটারীচালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালক রুবেল হোসেন ও যাত্রী রেজাউল করিম মারা যান।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর