ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ইস্ট ওয়েস্ট মিডিয়াতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ
রাজবাড়ী প্রতিনিধি

ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে সমাবেশে অংশ নেওয়া সাংবাদিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজবাড়ীর শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলানিউজের প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি হেলাল মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সময় টিভির প্রতিনিধি মো. আশিকুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি এম রাশেদুল হক, নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি মিঠুন গোস্বামী, বিজয় টিভির প্রতিনিধি শেখ আলী আল মামুন, চ্যালেন ২৪-এর প্রতিনিধি সুমন বিশ্বাস বক্তব্য রাখেন।

রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ডেইলি সানের রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান, তৃতীয় মাত্রার প্রতিনিধি মেখ রঞ্জু আহম্মেদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি শামীম রেজা, দৈনিক মাতৃকণ্ঠের চিফ রিপোর্টার আসহাবুল ইয়মিন রয়েন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. মাহফুজুর রহমান, ভোরের কাগজের প্রতিনিধি মিলন মিয়া, মাতৃকণ্ঠের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিরেন আনন্দ টিভির প্রতিনিধি মো. কামাল হোসেন, ঢাকা পোস্টের প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি মঈনুল হক মৃধা, জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশিক হাসান, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি আবু সাঈদ, দৈনিক নয়া কণ্ঠের প্রতিনিধি কৃষ্ণ সরকার, সাংবাদিক সুজন বিষ্ণু, শিনান আহম্মেদ শুভ, ইমদাদুল হক রানা, এসএ টি‌ভির প্রতি‌নি‌ধি মো. সা‌জিদ হো‌সেন ও সাংবা‌দিক স্বপন বিশ্বা‌সসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর