ঢাকা, শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীপুরে নিহত ও আহত পরিবারকে বিএনপি’র আর্থিক সহায়তা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, যাদের প্রাণের বিনিময়ে যারা আমাদের স্বৈরাচার মুক্ত দেশ এনে দিয়েছেন তাদের অবদান ভুলার নয়। কোনো সহায়তার মাধ্যমে তাদের স্বীকৃতি দেওয়া যাবে না। কোনোভাবে তাদের এ ত্যাগ মূল্যায়ন করা যাবে না। জাতি হিসাবে আমরা তাদের মনে রাখব।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার দারগাচালা গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফেজ শরিফুল ইসলাম ও আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত শাকিলের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় নিহত ও আহত ওই দুই পরিবারকে বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুুল হক, জেলা বিএনপি’র সাবেক সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, নিহত হাফেজ শরিফুল ইসলামের বাবা শুক্কুর আলী, আন্দোলনে গুলিবিদ্ধ  শাকিল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট মাহিদুল ইসলাম নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল হক শ্যামল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-সচিব রাসিদুল ইসলাম নয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর