ঢাকা, রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নোয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপিসহ ১২ পুলিশের নামে মামলা
নোয়াখালী প্রতিনিধি
প্রতীকী ছবি

চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে নোয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক জেলা পুলিশ সুপার শহীদুল ইসলামসহ ১২ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমন। 

মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে আরো ছয়জনকে। রবিবার জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া মামলাটি জুডিসিয়াল তদন্তের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন। এর আগে, গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমন বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।

জেলা জজ কোর্টের পুলিশ পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অপর আসামিরা হলেন সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল ইসলাম, নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, তৎকালীন জেলা ডিবির পরিদর্শক মো. সাবজেল হোসেন, চৌমুহনী ফাঁডির উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন, বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান, উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ও মোস্তাক আহমেদ এবং সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন। এছাড়া ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর