ঢাকা, বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ভালুকায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মহাসড়কের কালার মাস্টার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশী বেকার যুবকরা। প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বুধবার সকালে চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন স্লোগান নিয়ে এই বিক্ষোভে অংশ নিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে ঢকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এসময় একাধিক কারখানার গেটে হামলা ও ভাঙচুর করেন চাকরিপ্রত্যাশীরা।

পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, শিল্প পুলিশ, মডেল থানা পুলিশ, হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে দেয়।

শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল চাকরিপ্রত্যাশী বেকাররা। ঘটনাস্থলে গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর