ঢাকা, বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

রাজারহাটে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হকের বিভিন্ন ধরনের দুর্নীতি অনৈতিক ও স্বেচ্ছাচারিতামূলক কাজের প্রতিবাদে অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আজ দুপুরে ওই চেয়ারম্যানের অপসারণ দাবিতে একটি বিক্ষোভ মিছিল রাজারহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে এসে সমাবেশে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপি সভাপতি আনিছুর রহমান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যাপারী, মোঃ হযরত আলীসহ রাজারহাটের  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবৃন্দ প্রমুখ। 

বক্তারা বলেন, ইতোমধ্যে এই ইউনিয়নের ১০ জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনেছে। ৩৪ বিধির ৪ উপধারা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর প্রেরণ করা হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা অবিলম্বে চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর