ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের ফাঁসি
রাজবাড়ী প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

রাজবাড়ীতে বৃদ্ধা আশালতা দাশকে (৭৫) হত্যা মামলায় বিশ্বজিত কুমার বিশ্বাস (২৯) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি কাটগড়ায় উপস্থিত ছিলেন। বিশ্বজিত কুমার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের সুজিত কুমার বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রাতে আশালতাকে পাংশা উপজেলার সরিষা গ্রামের নিজ বাড়িতে হত্যা করা হয়। পরদিন মঙ্গলবার সকাল ৭টায় পাংশা থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। ওই দিন নিহতের জামাই স্বজন কুমার বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. উজির আলী শেখ বলেন, আসামি বিশ্বজিত কুমার দাসের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপীলের আবেদন করবেন বলে জানান আসামির পরিবারের সদস্যরা।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর