ঢাকা, বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণধোলাইয়ে ঘাতক নিহত
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে মাদক নিয়ে দ্বন্ধে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পড়ে জনতার গণধোলাইয়ে নিহত হয়েছেন হত্যাকারী। এ ঘটনায় আরেকজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে আব্দুস ছাত্তার (৫০), মুকুল মিয়ার ছেলে আসাদুল (২৮) এবং বাসি মিয়ার ছেলে ঘাতক তালেব (২৫)। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল স্থানীয় কাতার মাকের্টের সামনে একটি চায়ের দোকানে চা পান করছিল। এ সময় একই গ্রামের মাদকাসক্ত তালেব ঘটনাস্থলে এসে আসাদুলের সাথে কথা কাঁটাকাটি হয়। এক পর্যায়ে তালেব ধারালো ছেনি দিয়ে আসাদুলকে উপুর্যপুরী কুপাতে থাকে। এ সময় আসাদুলের চাচা ছাত্তার বাধা দিলে তাকেও উপুর্যপুরী আঘাত করে। এ সময় প্রত্যক্ষদর্শী আজমল মিয়া এগিয়ে এলে তাকেও মেরে আহত করে। স্থানীরা  তাদেরেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে  কর্তব্যরত চিকিৎসক চাচা ছাত্তার ও ভাতিজা আসাদুলকে মৃত ঘোষনা করেন। আহত আজমলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে চাচা- ভাতিজার মৃত্যর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তালেবকে ঘটনা স্থলে একটা খুটির সাথে বেধে গণপিটুনি দিয়ে তাকেও হত্যা করে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর