ঢাকা, শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

'আওয়ামী লীগ লুটতরাজ আর দুর্নীতি করে পালাইছে'
লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ লুটেরা, লুটতরাজ আর দুর্নীতি করে তারা এখন পালাইছে। এরা খুনি, তাদের বাংলাদেশের মাটিতে বিচার চাই, যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো, কর্তৃত্ববাদী শাসক থাকতো, ফ্যাসিবাদী শাসক থাকতো তাহলে মানুষ ত্রাণ পেত না। এখন সবাই ত্রাণ পাচ্ছে।’ 

শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ এলাকার হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।  

এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)এর আয়োজনে ত্রাণ বিতরনের এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপি’র আন্তর্জাতিকবিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, এ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন। এসময় ইশরাক তার বক্তব্যে বলেন, ‘একজন রাজনীতিবিদের প্রথম কাজ হলো দুর্গত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ানো। একই সঙ্গে যে কোন প্রয়োজনে বা পরিস্থতিতে রাজনীতিবিদদের মানুষের পাশে এসে দাঁড়াতে হবে বলে মনে করছি। বর্তমানে ১১টি জেলায় মানুষ অসহায়ত্রে মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিতে এসেছি। বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছি। ‘সারা বাংলাদেশে তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী শক্তি আজ সুসংগঠিত। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন স্বাধীনতায় সবাইকে ধন্যবাদ জানান এ নেতা।

এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাবের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক,কৃষিবিদ নুরুন্নবী ভুইয়া শ্যামল,কৃষিবিদ শেখ মোঃ শফি শাওন, কৃষিবিদ সিরাজুন্নবী মামুন, কৃষিবিদ ড. আশরাফুল আলম জিমি, কৃষিবিদ ওসমান গনি তুহিন,কৃষিবিদ লুৎফুর রহমান মৃদুল, কৃষিবিদ আমীর ফয়সাল, কৃষিবিদ শরিফ হোসেন খান। আরো ছিলেন এ্যাব ঢাকা জেলার সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ, এ্যাব ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কৃষিবিদ কেএম সানোয়ার আলম, কৃষিবিদ সম্পদ আহমেদ প্রিন্স,কৃষিবিদ ডা. নেওয়াজ শরীফ,সাবেক ছাত্রনেতা ও বাগেরহাট জেলা কৃষক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মইনুদ্দীন আহমেদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাকসুদ হাওলাদার প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর