ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

‘‌এই সরকার যখনই মনে করবে তখনই নির্বাচনের ব্যবস্থা করবে’
নোয়াখালী প্রতিনিধি

নিরপেক্ষ সরকার যখনই মনে করবে, তখনই রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করবে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

শুক্রবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বাংলাদেশের ছাত্র জনতা যখন আন্দোলন তুঙ্গে নিয়ে গেল, তখন বিগত দিনে যে সকল বিরোধীদল আন্দোলনে মাঠে ছিল তারাও সহযোগিতা করার কারণে বিদায় নিয়েছে হাসিনা সরকার। বিদায় নিয়ে ভারতে উঠল, আর ভারত বাঁধ ছেড়ে দিয়ে আমাদের পানিতে ভাসালো।

তিনি আরও বলেন, কেউ কেউ ক্ষমা করলেও শেখ হাসিনা ছাত্রদের বুকের উপর গুলি করে যেসব অসংখ্য ছাত্রকে হত্যা করেছে, তাকে কিন্তু বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না।

এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সেনবাগ উপজেলা বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর