ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

কাপাসিয়ায় যুবলীগের সাখাওয়াত-রাজীবের বিরুদ্ধে মামলা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ার যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক রাজিব ঘোষসহ ৬৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলার বাদী কাপাসিয়া সদর ইউনিয়নের যুবদল নেতা মীর মাহমুদুল হাসান (মাসুম)।

জানা গেছে, গত ২০২৩ সালের ১৬ জানুয়ারি সকাল ১০টার দিকে গাজীপুরের কাপাসিয়ার সাফাইশ্রী এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা করে কার্যালয়ের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় এবং মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে নেয়।

অপরদিকে, গত ৪ আগস্ট সাবেক প্রতিমন্ত্রী ও দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমিসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রুজু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর