ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া শটগান উদ্ধার
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সেনাবাহিনীর পৃথক অভিযানে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান, চায়নিজ রাইফেলের ২টি ম্যাগাজিন ও একটি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করা হয়েছে।

নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) ক্যাপ্টেন রকিব ও লেফটেন্যান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরের ঘোড়াদিয়া ও চিনিশপুর এলাকায় পৃথক অভিযানে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

পরে শনিবার দুপুরে নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফাহিম মাহবুব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই দুর্বৃত্তরা জেলা কারাগারের অস্ত্রাগার থেকে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর