ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বল তুলতে গিয়ে দুধকুমার নদের পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় তার সাথের অপর এক শিক্ষার্থীকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নীচে দুধকুমার নদে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসার সহকারি অধ্যাপক হামিদুল ইসলাম এর ছেলে সিয়াম (১৩) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৩) দুধকুমার নদের পাড়ে দুই বন্ধুই ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে তাদের বল নদের পানিতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে দু'জনেই নদের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত উদ্ধার করতে পারলেও সিয়ামকে খুঁজে পাননি।পরে স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে সিয়ামের মরদেহ উদ্ধার করে। 

এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর