ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১
আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফের হোয়াইক্যং কাঞ্জর পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে মোঃ ইরফান (২২)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি টিম ৫ জন ব্যক্তিকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল ধাওয়া করে তাদের মধ্য থেকে একজনকে আটক করতে সক্ষম হয় এবং অপর ব্যক্তিরা তাদের হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর