ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কুষ্টিয়া চিনিকল চালুর দাবি পেশাজীবী পরিষদের
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সুগার মিলের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এতে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, পতিত আওয়ামী লীগ সরকার ২০২০ সাল থেকে কুষ্টিয়া সুগার মিল বন্ধ রেখেছে। তাদের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে মিলটি চরম লোকসানের মুখে পড়ে। মিল বন্ধ থাকায় এলাকার মানুষ ও আখ চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তাই সুগার মিলটি চালু করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া সুগার মিল সিবিএর সাবেক সভাপতি নিজামুল হক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিথুন ও কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর