ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরি পুর্নবহালের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি

২০০৯ সালে পিলখানায় পরিকল্পিত হত্যার সুষ্ঠু তদন্ত ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পুর্নবহালের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসককের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেছে হবিগঞ্জ বিডিআর কল্যাণ পরিষদ।  বুধবার বেলা ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়। বিডিআর কল্যাণ পরিষদের জেলা সমন্বয়ক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলায় চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা মনববন্ধনে উপস্থিত ছিলেন।   

পরে তারা পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাৎ বরণকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা, ২৫ ফেব্রুয়ারি দিনটিকে পিলখানার ট্র্যাজেডি দিবসসহ ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।  বিডিআর কল্যাণ পরিষদের জেলা সমন্বয়ক সাজ্জাদ হোসেন বলেন, আমরা আমাদের ৯ দফা দাবি জেলা প্রশাসকের কাছে দিয়েছি। আশা করি আমাদের দাবির প্রতি মূল্যায়ন করা হবে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর