ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনা সীমান্তে বিনামূল্যে স্বাস্থ্য সেবা বিজিবির
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছে বিজিবি। শনিবার (২৮ সেপ্টেম্বর) জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা বিওপির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৩১ বিজিবির সমন্বয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। 

এদিকে বিজিবির উদ্যোগে ফ্রি সেবা দেয়া হবে এমন খবরে সীমান্তের কয়েকশত নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে দেখা যায়। বর্ডার গার্ড বাংলাদেশ ৩১ ব্যাটালিয়নের (বিজিবি) সুশৃঙ্খল পদ্ধতিতে দিনব্যাপী রোগী দেখে বিনামূল্যে ঔষধ বিতরণ করে। এদিকে এমন প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে সু চিকিৎসা এবং ঔষধ পেয়ে বয়স্করা বেশ খুশি। অনেকে বলেন মাঝে মাঝেই এমন ক্যাম্পের ব্যবস্থা করলে তারা উপকৃত হবেন। 

এসব এলাকার অবহেলিত মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই বিজিবির এমন উদ্যোগ বলে জানান সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান। পর্যায়ক্রমে সব সীমান্ত এলাকায় এই ক্যাম্প করা হবে বলেও জানান তিনি। সেই সাথে সীমান্তে চোরাচালান বন্ধে ও অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মো. মোস্তফিজুর রহমান। এসময় সাথে ছিলেন নেত্রকোনা ৩১ বিজিবি ক্যাম্পের লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান। এছাড়াও ছিলেন কলমাকান্দা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, থানার ওসি মো. ফিরোজ হোসেন, বিজিবির সহকারী পরিচালক আওয়াল হোসেনসহ অন্যরা।  

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর