ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ জামাতা-শাশুড়ি আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ শাশুড়ি ও জামাতাকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা মোহাম্মদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, দর্শনা মোহাম্মদপুর এলাকার মাদক বিক্রেতা আরিফ হোসেনের স্ত্রী চায়না খাতুন (৩৭) ও তার জামাতা ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া (২৫)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী সমন্বয়ে গঠিত যৌথবাহিনী দর্শনার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক বিক্রেতা আরিফ হোসেনের বাড়ি থেকে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় আরিফের স্ত্রী চায়না ও জামাতা রাজাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন নাজমুল হাসান খান জানান, অধিদপ্তরের উপ-পরিচালক সাহারা খাতুন বাদী হয়ে দর্শনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। আটক দুজনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর