ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দুর্গাপূজা উপলক্ষে যশোরে দুইশ পরিবারে খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, যশোর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে ঋষি সম্প্রদায়ের দুইশ পরিবারের মাঝে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোর জেলা প্রশাসন ও জেলা পরিষদ। এ উপলক্ষে শনিবার বিকেল সাড়ে চারটায় যশোর জেলা প্রশাসনের সভাকক্ষে ঋষি সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুর মিলনমেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বক্তব্য দেন। পরে অতিথিরা ঋষি সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়া এসব পরিবারের প্রতিটি শিশুকে দেওয়া হয় নতুন পোশাক। 

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, খাদ্য সামগ্রী ও নতুন পোশাকের অভাবে সুবিধাবঞ্চিত পরিবারগুলো যেন দুর্গাপূজার আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে কারণেই তাদের এ আয়োজন। প্রথম দফায় ৪৩টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রি ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে। দুর্গাপূজার আগেই পর্যায়ক্রমে দুইশটি পরিবারের মাঝে এসব উপহারসামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর