ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বগুড়া প্রেসক্লাবে সভা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, সকল মামলা থেকে অব্যাহতির দাবি ও কারাগারে প্রেরণের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে সভায় মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার, পত্রিকার পুন:প্রকাশ, মিথ্যার মামলার বাদীদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। 

সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, রেজাউল হাসান রানু, আব্দুর রহিম বগরা, মীর্জা সেলিম রেজা, গনেশ দাস, এফ শাহজাহান, রেজাউল হক বাবু, আতাউর রহমান মিলন, মমিনুর রশীদ শাইন, আব্দুর রহিম, মোস্তফা মোঘল, ফেরদৌসুর রহমান, সুমন সরদার প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর