নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনে নির্মাণ কাজ করার সময় ভবন থেকে পড়ে গিয়ে হাসিব মিয়া (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ভোলাইল এলাকায় একটি তৈরি পোশাক কারখানার ১০তলা ভবনে নির্মাণ কাজ করার সময় মাচা থেকে পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত হাসিব মিয়া চাপাইনবাবগঞ্জ জেলার শিবপুর ইউনিয়নের ছোট সুরতাপুর গ্রামের আব্দুল নেওয়াজ ছেলে। ফতুল্লা এলাকার ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ কাজ করতেন। ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, পোশাক তৈরির কারখানার একটি বহুতল ভবনে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম