ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে নির্বিচারে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে জেলার সচেতন নাগরিক কমিটি’।

সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- আহমেদ ইসমাইল বন্ধন, সাইফুল ইসলাম, ফরিদ উদ্দীন, আব্দুর রহিম আসাদ, সারোয়ার হোসেন, আব্দুল আহাদ ফারাবি, আরিফ হোসেন, মেহেদী হাসান আয়ান প্রমুখ।

বক্তারা বলেন, ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থী মারা গেছেন। গুলিতে আহত হয়েছন আরও ২০০ ছাত্র-জনতা। ঘটনার প্রায় দুই মাস পার হতে যাচ্ছে, কিন্তু ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই সালাহউদ্দিন টিপুসহ খুনিরা এখনও গ্রেফতার হয়নি। আগামী সাত দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এতে ৪ আগস্টে গুলিতে আহত ও আন্দোলনের সমন্বয়করাও বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর