কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে পাচারকালে ৫টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। আটক স্বর্ণ চোরাকারবারি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম। সোমবার বিকালে বিজিবির সদস্যরা আটক স্বর্ণ চোরাকারবারিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করে।
বিজিবি জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গংগাহাট ক্যাম্পের বিজিবি সদস্যগণ উপজেলার সদর ইউনিয়নের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৯ এর সাব পিলার ৭ এস থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যাবাগিস এলাকায় রাস্তার পাশে অবস্থান নিয়ে অভিযান চালান। এসময় মোটরসাইকেল যোগে এক ব্যক্তি ওই পথে আসলে বিজিবি টহলদল তার কাছে স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে আটক করেন।এসময় তার ব্যবহার করা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তবে তার পকেটে থানা পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়।এসব স্বর্ণবারের ওজন ৫৬৬.৬৫ গ্রাম অর্থাৎ ৪৫ ভরি ৯ আনা ২ রতি ৫ পয়েন্ট এবং যার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা। এ বিষয়ে লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম