জয়পুরহাটে জাল নোট ও জল নোট তৈরির সরঞ্জামাদিসহ ২ যুবককে আটক করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে ৩৫ হাজার ৯০০ টাকার জাল নােট, নগদ ২ হাজার ৯০০ টাকার আসল নোট ও জাল নোট ছাপানাের সরঞ্জামাদিসহ ওই ২ যুবককে আটক করা হয়।
আটকরা হলেন - জয়পুরহাটের কালাই উপজেলার মূল গ্রামের আনিসুর রহমানের ছেলে আরাফাত আজিজুল হক (২০) ও নওগাঁর ধামইর হাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আলামিন হোসেন রিপনের ছেলে আহসানুল্লাহ রিয়াদ (১৬)। জয়পুরহাট র্যার ক্যাম্প অধিনায়ক মেজর আসিফ আল রাজেক জানান, আটককৃতরা জাল নােট তৈরী ও বিপণনকারী সিন্ডিকটের সক্রিয় সদস্য হিসেবে হিসেবে কাজ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায়।
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে তারা জাল নােট তৈরী করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশল নকল নোটগুলি মিশিয়ে বাজারে সরবরাহ করে আসছিলেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক জিজ্ঞাসা বাদ শেষে আটককৃতদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়ছে বলেও জানান স্থানীয় র্যাব অধিনায়ক।
বিডি প্রতিদিন/এএম