ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময়
গাজীপুর প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি। মঙ্গলবার বাসন মেট্রো থানা বিএনপির উদ্যোগে নাওজোর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দির পরিচালনা পরিষদের সদস্য সচিব বাপ্পী দে।  

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির নেতা এএইচ সিরাজুল হক, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন চৌধুরী মুসা, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। বাসন থানা পূজা উদযাপন কমিটির সভাপতি অখিল চন্দ্র সরকার, সহ-সভাপতি চিত্তরঞ্জন সরকার ও সাধারণ সম্পাদক মোহনবাসী সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।  

মতবিনিময় সভায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের নিজস্ব অর্থায়নে স্থানীয় ১৩টি পূজা মণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।  

প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, দেশ সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ অতীতের মতো এবারও আপনারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করবেন। বাসন থানা বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর