ঢাকা, বুধবার, ২ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

রাজশাহীতে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে আলাদা অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বাগমারায় ৯ জন ও দুর্গাপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তারা নাশকতা ও হামলা মামলার আসামি।     বাগমারায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নজরুল ইসলাম (৪৮), মোনায়েম হোসেন (৩০), ফিরোজ রশীদ (২৮), নাইমুল ইসলাম (২১), মসলেম উদ্দীন (৪৬), আক্কাছ আলী (৪৫), বেলাল হোসেন (২৮), আবদুল খালেক (৫২) ও আবুল কাশেম (৫০)।   বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের আগে আসামীরা উপজেলার ভবানীগঞ্জ বাজারে সংগঠিত হয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, ভাঙচুর, ছিনতাই ও গুলি চালিয়ে হত্যার চেষ্টাসহ নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল।   এদিকে দুর্গাপুর উপজেলায় হত্যাচেষ্টা ও বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান (২৮), ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ওয়ার্ড যুবলীগের সভাপতি জহরুল হক (৩৫), কিসমত গণকৈড় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী (৩৮), যুবলীগ কর্মী সুমন (৩৬) ও মাসুদ রানা মিঠু (৪০)।    দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।   বিডি প্রতিদিন/এএম    


এই পাতার আরো খবর