ঢাকা, বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

চকরিয়ায় তলিয়ে গেছে ধান ও সবজিক্ষেত
চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় টানা বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে আমন ধান ও শীতকালীন সবজি ক্ষেত। এতে কৃষকরা ক্ষতির সম্মুখিন হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানচর এলাকায় কৃষক মো. মানিক উদ্দিন বলেন, সকাল থেকে টানা বৃষ্টিতে শীতকালীন সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। 

তিনি আরো বলেন, ৪০ শতক জমিতে বেগুন চারা রোপণ করেছি। ফুল এসেছে। বৃষ্টির পানি দ্রুত সরে না গেলে গাছ পঁচে যাবে। এতে আমার খরচের পুরো ৩৫ হাজার টাকা লোকসান হবে।  উপজেলার পূর্ব বড় ভেওলার কৃষক খায়রল বশর বলেন, ভারী বৃষ্টির কারণে আমন মৌসুমের ধানক্ষেত পানিতে তলিয়ে যেতে পারে। সবেমাত্র ধানগাছে থোড় আসা শুরু হযেছে। এ অবস্থায় পানিতে তলিয়ে গেলে ব্যাপক ক্ষতি হবে।  চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নাসিম হোসেন বলেন, বৃষ্টির পানি দ্রুত সরে গেলে ধানক্ষেতে ক্ষতির সম্ভাবনা কম। তবে শীতকালীন সবজিক্ষেতের ব্যাপক ক্ষতি হবে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর