ঢাকা, শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

গোবিন্দগঞ্জে সাবেক এমপিসহ ৪৯ জনের নামে মামলা
গাইবান্ধা প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ও সাবেক পৌর মেয়র মুকিতুর রহমান রাফিসহ ৪৯ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান। এর আগে বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মামুন খান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামুন মিয়া গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) এলাকার আব্দুল খালেকের ছেলে।

মামলায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারঃ) প্রধান আতাউর রহমান বাবলু, সাবেক পৌর মেয়র মুকিতুর রহমান রাফি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচিসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে গোবিন্দগঞ্জেও ছাত্রজনতা ৭০০-৮০০ জনের একটি মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে যাওয়ার পথে রাজমতি সুপার মার্কেটের সামনে পূর্ব-পরিকল্পিত এজাহার নামীয় আসামিরাসহ ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামী লাঠি, লোহার রড, দেশীয় পিস্তলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে অতর্কিতভাবে নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালায়। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্দেশে ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের নেতৃত্বে আসামিরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এসময় অসংখ্য আন্দোলনকারীরা আহত হয়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে সরকার পতনের পর তাদের কেউই এখন এলাকায় নেই। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর