ঢাকা, শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পরিবহন সেক্টর নিয়ন্ত্রণকারী ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারের ভাগিনা মোতাব্বের হোসেন জনিকে এয়ারগান ও ১৪টি তলোয়ারসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

উপজেলার ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি এয়ারগান, ১৪টি দেশীয় তলোয়ার, ১টি লোহার চাকতি, ৩টি চাকু, ৫টি হকিস্টিক ও নগদ ৪ লাখ ৫০হাজার টাকা উদ্ধার করা হয়। অস্ত্রসহ জনিকে শুক্রবার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গ্রেফতার জনির বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে। এছাড়া নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর