ঢাকা, শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিনিধি:

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কমিউনিস্ট পার্টি। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শনিবার বিকালে এ কর্মসূচি পালিত হয়।

জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান রুমি। সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, মোস্তফা কামাল নান্দু, এডভোকেট হাসান ইমাম রঞ্জু, সেলিম উদ্দিন খান, ফজলুর রহমান, মাহতাবউদ্দিন, মো,রফিক প্রমুখ। 

সভায় বক্তাগণ বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, পাচার হওয়া অর্থ উদ্ধার করা, মাজার, পূজামণ্ডপে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান। এছাড়া সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর