ঢাকা, রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

যশোরে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

ডেঙ্গু সচেতনতা বাড়াতে যশোরে লিফলেট বিতরণ করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার বেলা ১১টা থেকে জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। 

এ সময় তারা পথচারী, যানবাহনের চালক, দোকানি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের হাতে লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণকালে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, যশোরে ডেঙ্গু পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। তবে, এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় বিভিন্ন স্থানে পানি জমেছে। এতে করে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সে কারণে এ ব্যাপারে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগ প্রচারণা চালাচ্ছে। 

তিনি বলেন, নিজেদের বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর প্রকোপ ঠেকানো সম্ভব। এ ব্যাপারে একটু সচেতন থাকলে ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাবে না। 

বিডি প্রতিদিন/



এই পাতার আরো খবর