বরিশালে নদীর দূষণরোধে যত্রতত্র পলিথিন ও অন্যান্য ময়লা-আবর্জনা না ফেলতে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাজার ও লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ ক্যাম্পেইন করা হয়।
ক্যাম্পেইনে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগের সমন্বয়কারী লিংকন বাইয়ান, ইয়ুথনেটের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব, প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা ও আরিফুর রহমান শুভ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নদী আমাদের প্রাণ। নদীদূষণ হলে তার ক্ষতিকর প্রভাব আমাদের জনজীবনে পড়বে। নদী রক্ষা করা সবার নাগরিক দায়িত্ব। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে।
পলিথিনসহ অন্যান্য ময়লা-আবর্জনা নদীতে না ফেলে সিটি করপোরেশনের ডাস্টবিনে ফেলার জন্য আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/কৌশিক