ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাগেরহাটের ৫৯৭টি মণ্ডপে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
বুধবার সকাল থেকেই জেলার পূজা মণ্ডপগুলোতে নানা রকম ফুল, ফল ও ধূপ ও প্রদীপ জালিয়ে শুরু হয় চন্ডীপাঠ ও চন্ডীপূজা। এ বছর বাগেরহাটের চিতলমারী উপজেলার গরীবপুরে ১৫১টি প্রতিমা নিয়ে আয়োজন করা হয়েছে সব থেকে বড় দূর্গাপূজার।
বাগেরহাটের প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। সব পূজামন্ডপে আনসার নিয়োগের পাশাপাশি সেনাবাহিনী টহল দিবে। প্রতিটি পূজামন্ডপের জন্য টহল পুলিশ ও মোবাইল টিম থাকবে। সার্বক্ষণিক টহল পুলিশ ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ