ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা
লক্ষ্মীপুর প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। সকালে থেকে লক্ষ্মীপুর পৌর শহরের শ্যামসুন্দর জিউর আখড়াসহ জেলার মন্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চণার মাধ্যমে চলছে অষ্টমীর নানা আনুষ্ঠানিকতা। 

ভোরে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করছেন পুরোহিত। পূজা শেষে নানা রকম বাহারি পোশাক পরে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে এসেছেন ভক্তরা। এরপর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। পূজাকে ঘিরে জেলার মন্ডপগুলোর প্রতিমা ও প্যান্ডেল বিভিন্ন রংয়ে সাজানো হয়েছে। মন্ডপের সড়কগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। দুর্গা পূজাকে ঘিরে লক্ষ্মীপুরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জেলার ৫টি উপজেলায় এ বছর ৭৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর