ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় মা ভবানীর মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারি হাই কমিশনার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহাসিক মা ভবানীর মন্দির পরিদর্শন ও পূজা করলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার মনোজ কুমার। 

শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এসময় তাকে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

পরে তিনি মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় মন্দিরের পুরোহিত এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ তার কাছে মন্দিরের অতীত ইতিহাস তুলে ধরেন এবং ইতিহাস সংবলিত বই-পুস্তক তুলে দেন। ঐতিহাসিক মা ভবানী মন্দিরের উন্নয়নে ভারত হাই কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সহকারি হাই কমিশনার মনোজ কুমার।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জিয়ারুল ইসলাম, মন্দির কমিটির নেতা ডা. এনসি বাড়ই, দিলীপ কুমার  দেব, অমৃত লাল সাহা, সাংবাদিক নিমাই ঘোষ, চন্দন চক্রবর্তী, উত্তম ব্যানার্জী, সুরেশ চক্রবর্তী প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর