ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
সাতক্ষীরা প্রতিনিধি :

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে সাতক্ষীরায় শুক্রবার ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অনবরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এদিকে, এ ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় এলাকায় ঘোষিত ৪নং সতর্ক সংকেত অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে জেলা প্রশাসন। 

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান (সার্বিক) জানান, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জেলার ১৩৭টি আশ্রয় কেন্দ্র ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ এলাকায় মাইকিং করে সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য জানানো হয়েছে। 

একইসাথে উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বিকাল ৫ টায় জরুরী সভা ডাকা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর