ঘূর্ণিঝড় বুলবুল উপকূলে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদফর সন্ধ্যায় বুলেটিনে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বার বিপদ সংকেত দেখিয়ে যেতে বলার পরই মোংলা বন্দর কর্তৃপক্ষ এ্যালার্ড- ৩ ঘোষনা করে বন্দরে পণ্য বোঝাই ও খালাসের কাজ বন্ধ করে দিয়েছে।
এদিকে সুন্দরবনে দুবলারচরে শুঁটকি পল্লীতে অবস্থারত ১৫ হাজার জেলেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লোকালয়ে সরিয়ে আনা সম্ভব হয়নি। সন্ধ্যা থেকেই সুপার সাইক্লোন সিডর বিধ্বস্থ শরণখোলা ও মোংলা উপজেলার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে আতঙ্কিত লোকজন আশ্রয় নিতে শুরু করেছে।
বাগেরহাট জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদেন ছুটি বাতিল করে খুলে দেয়া হয়েছে ২৩৪টি কন্টোল রুম। ইতিমধ্যেই ১০ নভেম্বর থেকে সুন্দরবনের আলোরকোলে শুরু হতে যাওয়া ৩ দিনব্যাপী রাস উৎসব বন্ধ ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/হিমেল