ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে বুলবুল, ২ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। দক্ষিণে বঙ্গোপসাগরের সাগর আইল্যান্ডে এটি আছড়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।

বঙ্গোপসাগর উপকূলে দুপুর ১২টা থেকে ঝড়ো হাওয়া শুরু হলেও শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রবর্তী অংশ সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অংশে আঘাত হানতে শুরু করেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, ঝড়টি ইতোমধ্যেই স্থলভাগে ঢুকে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড়ের প্রকোপ বেড়েছে। ইতোমধ্যেই বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমাবন্দরের যাবতীয় কার্যক্রম।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর