দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মধ্যরাতের দিকে আঘাত হানতে পারে। সুন্দরবন থেকে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট হয়ে দেশের ১৫ জেলায় পড়বে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের।
এমন আশঙ্কা মাথায় রেখে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় দেশের দুর্গত ১৫ জেলায় ১ হাজার ৫৭৭টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও দুর্গত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক