ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কিছুটা দুর্বল হয়েছে ‘বুলবুল’, অতিক্রম করছে খুলনা উপকূল
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

রাত ৯টা নাগাদ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কিছুটা দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের পাশ দিয়ে) অতিক্রম শুরু করে। মধ্যরাতে উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হয়ে মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আয়শা খাতুন শনিবার রাত ১১টায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মধ্যরাতের দিকে আঘাত হানতে পারে। সুন্দরবন থেকে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট হয়ে দেশের ১৫ জেলায় পড়বে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। এমন আশঙ্কা মাথায় রেখে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় দেশের দুর্গত ১৫ জেলায় ১ হাজার ৫৭৭টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও দুর্গত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর