ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সাতক্ষীরায় ভোর রাতে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল
অনলাইন ডেস্ক

রবিবার ভোর রাতে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। জেলার শ্যামনগর, আশাশুনি ও মুন্সিগঞ্জে ভোর ৫টা নাগাদ বুলবুল আঘাত হানে। জেলার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সময় গড়ানোর সাথে সাথে ক্রমেই দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, ক্রমেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড় 'বুলবুল' পুরোপুরি প্রবেশ করেছে বাংলাদেশে। পরিস্থিতি স্বাভাবিক হতে দুই দিনের মত সময় লেগে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হওয়া বইছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে হতে পারে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর