ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রার্থীরা যা বললেন
ভোট সুষ্ঠু হলে আমরা বিজয়ী
-মোস্তাফিজুর রহমান
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ গণতন্ত্র নির্বাসিত। এ ধরনের প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন একটা উপলক্ষ হয়ে এসেছে। ’৯০ সালে যে প্রেক্ষাপট ছিল, এখন আসলে সেই প্রেক্ষাপটই তৈরি হয়েছে। আমরা আশা করি, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যে ভোটারবিহীন নির্বাচন হচ্ছে, একটা শঙ্কা থাকলেও এই নির্বাচনের মাধ্যমে তার অবসান হবে। নির্বাচন যদি সুষ্ঠু হয়, তবে ছাত্রদল বিপুল ভোটে নির্বাচিত হবে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে আমাদের অনেক কর্মী বাধার সম্মুখীন হচ্ছেন। তাদের লিফলেট কেড়ে নেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে যে পরিবেশ তৈরি হয়েছিল, এখানেও তাই করার চেষ্টা চলছে। তবে এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করব।’



এই পাতার আরো খবর