ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডাকসু নির্বাচন; ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে ক্যাম্পাস
নিজস্ব প্রতিবেদক
ছবি: জুলকার নাইন

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ ২৮ বছরের অচলায়তন ভেঙে হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সবার মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনী ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে গোটা বিশ্ববিদ্যালয় এলাকা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, কেন্দ্রীয় লাইব্রেরি, দোয়েল চত্তরসহ বিভিন্ন আবাসিক হলগুলোর দেয়ালে দেয়ালে পোস্টারে ভরে গেছে। এছাড়া সড়কের উপরে ও আশেপাশে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝেও লক্ষ্য করা গেছে 'উৎসব আমেজ'। গতকাল শেষ দিনের মতো প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

এদিকে দেশের সব বিশ্ববিদ্যালয়, এমনকি সারা দেশের মানুষ তাকিয়ে আছে এ নির্বাচনের দিকে। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সবার।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর