ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডাকসু নির্বাচনের আগের রাতে টিএসসি থেকে শতাধিক ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বর এলাকা থেকে শতাধিক ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রোরিয়াল টিম। তবে কারা কী উদ্দেশ্যে এসব জমা করেছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে কয়েকটি রিকশায় ৬/৭ জন এসব ক্রিকেট স্ট্যাম্পগুলো নিয়ে আসে। এরপর তারা সেগুলো দোকানের ভেতরে জমা করে রাখেন। তবে তারা কারা এ বিষয়ে কিছু বলেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী জানিয়েছেন, ''আমরা খবর পেয়ে প্রক্টরিয়াল টিমের দ্বারা লাঠিগুলো জব্দ করেছি। কেন সেগুলো রাখা হয়েছিল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।''

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল সোমবার ডাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। অর্থাৎ ৬ ঘণ্টায় ৪৩ হাজার ২৫৬ শিক্ষার্থীর ৩৮টি করে ১৬ লাখ ৪৩ হাজার ৭২৮টি ভোটগ্রহণ করা হবে।

ডাকসুর আচরণ বিধির ১৪ নম্বর ধারায় আছে ‘নির্বাচনী প্রচারণা ও নির্বাচন চলাকালে বিস্ফোরক, দেশি অস্ত্র (লাঠিসোঁটা, রড, হকিস্টিক, ছুরি-কাঁচি) ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ দেশি অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না’।

বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৯/মাহবুব



এই পাতার আরো খবর