ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোকেয়া হলে আচরণবিধি ভেঙ্গে ৫০০ ছাত্রীকে ছাত্রলীগের আপ্যায়ন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি ভেঙ্গে প্রায় ৫০০ ছাত্রীকে রাতের খাবার খাওয়ালো ছাত্রলীগ। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এই ঘটনা ঘটে। তবে ছাত্রলীগের দাবি সংগঠনটির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নিজেদের কর্মীদের আপ্যায়ন করেছে তারা। 

হল সূত্রে জানা যায়, রবিবার রাতে রোকেয়া হলের ডাইনিং হলে প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রীকে খাওয়ায়। পরে বিষয়টি লক্ষ্য করলে ঐ হলের স্বতন্ত্র এক প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তা বিষয়টি রেকর্ড করেন। আচরণবিধির ৮(খ) ধারা অনুযায়ী, নির্বাচনের প্রচার চলাকালে ও নির্বাচনের দিন ভোটারদের কোনরুপ পানীয় ও খাদ্য পরিবেশন করা যাবে না।   এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি লিপি আক্তারকে জিজ্ঞেস করলে তিনি জানান, আমাদের যারা নেতা-কর্মী তাদের খাওয়ানো হয়েছে। নির্বাচনের পর থেকে আমরা এক সাথে বসতে পারিনি, তাই আজ বসেছিলাম। ঐ পাঁচশ জনের মধ্যে সবাই ছাত্রলীগের নেতা-কর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, যারা আমাদের প্রচারণায় অংশ নিয়েছে তাদের খাইয়েছি।   এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ ড. জিনাত হুদা বলেন, আমাদের কাছে এ রকম কোন তথ্য নেই। একটি অভিযোগ এসেছিল, আমি তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ছাত্রলীগ তাদের নেতা-কর্মীদের খাইয়েছে বলে জেনেছি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর



এই পাতার আরো খবর