ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডাকসু নির্বাচন, ফাঁকা ঢাবির রাস্তা
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

দেশের দ্বিতীয় সংসদ নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। নির্বাচনের কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ।

রাজধানীর শাহবাগ থানার সামনে দুই দফায় থমকে দাঁড়াতে হবে সাধারণ মানুষকে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পড়তে হবে কয়েক দফা তল্লাশির মুখে। 

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসজুড়ে নীরবতা বিরাজ করছে। হলে হলে চলছে ভোটগ্রহণ। ভোটরা লাইনে দাঁড়িয়ে দিচ্ছেন ভোট। মিছিল-মিটিং চোখে পড়ার মতো নয়।  

ছাত্রীদের অনেককে বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। গুটিকয়েক রিকশাচালককে ক্যাম্পাসের ভেতর যাত্রী নিয়ে আসা-যাওয়া করতে দেখা গেছে।

রুবেল নামে এক ঢাবি শিক্ষার্থী জানান, ক্যাম্পাসটা কী অদ্ভূত সুন্দরই না লাগছে! রাস্তা পুরোপুরি ফাঁকা, বহিরাগত নেই, যানবাহনের ভেপুর শব্দ ও ধূলাবালি নেই। ক্যাম্পাসটা যদি সব সময় এমন থাকতো!

বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৯/আরাফাত



এই পাতার আরো খবর