ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রহসনের নির্বাচন মানি না মানবো না: রোকেয়া হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক

ভোট কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বেগম রোকেয়া হলে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। হলটির প্রভোস্টের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন ছাত্রীরা। 'প্রহসনের নির্বাচন মানি না মানবো না' এমন স্লোগান দিচ্ছেন তারা।

বাম জোট থেকে রোকেয়া হলের সাধারণ সম্পাদক প্রার্থী মুনিরা দিলশাদ ইরা গণমাধ্যমকে বলেন, 'সকালে যখন ভোটগ্রহণ শুরু হয়, তখন আমরা ব্যালট বাক্স দেখতে চাইলেও দেখানো হয়নি। পরে আমরা বিক্ষোভ শুরু করলে ৯টার দিকে ব্যালট বাক্স দেখানো হয়। রোকেয়া হলে ব্যালট বাক্স থাকার কথা ৯টি। তবে আমাদের দেখানো হয়েছে ছয়টি।'

এর আগে অন্যান্য হলে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এসময় একাধিক প্রার্থী অভিযোগ করে যে তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

 



এই পাতার আরো খবর